আইওএস ১৮.৩ সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’, ভালো না খারাপ

আইওএস অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তাত্রুটি সমাধানের পাশাপাশি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স-সুবিধার মান উন্নয়ন করে আইওএস ১৮.৩ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। আগের সংস্করণগুলোতে নিরাপত্তাত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত নতুন সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সংস্করণটি নামালেই আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-সুবিধা চালু হয়ে যাচ্ছে, ফলে বিপাকে পড়ছেন অনেক আইফোন ব্যবহারকারী।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইফোনে থাকা বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই শনাক্ত করে থাকে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের কাজের ধরন বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তও নিতে পারে। তাই অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে ধারণা করেন অনেকে।
এত দিন আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করতে হতো। ফলে আগ্রহীরাই শুধু অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করতেন। কিন্তু আইওএস ১৮.৩ সংস্করণে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে।
প্রযুক্তিবিশেষজ্ঞদের তথ্যমতে, আইওএস ১৮.৩ সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা চালু হলেও তা ম্যানুয়াল পদ্ধতিতে বন্ধ করা যাবে। এ জন্য প্রথমে আইফোনের সেটিংসে প্রবেশের পর নিচে স্ক্রল করে ‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ নির্বাচন করতে হবে। এরপর পাশে থাকা টগলটি বন্ধ করে ‘টার্ন অফ অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রম্পটে ক্লিক করতে হবে।