আইফোনের যে সেটিংসের কারণে তথ্য চুরির ঝুঁকিতে রয়েছেন ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আইফোনে ডিফল্টভাবে চালু থাকা অটো-জয়েন ওয়াই-ফাই সেটিংসের কারণে অনেকেই তথ্য চুরির শিকার হচ্ছেন। এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই পরিচিত বা উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় আইফোন। ফলে রেস্তোরাঁ বা অন্যান্য জনবহুল স্থানে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা গেলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে সাইবার অপরাধীদের দখলে।
বিশেষজ্ঞদের তথ্যমতে, সাইবার অপরাধীরা প্রায়ই জনবহুল স্থানে ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করে রাখে। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়, যেমন ‘ক্যাফে ওয়ান’-এর পরিবর্তে ‘ক্যাফে জিরো ওয়ান’। এসব ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হলে সাইবার অপরাধীরা সহজেই আইফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত ছবি সংগ্রহের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকে।
ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চুরি ঠেকাতে ব্যবহারকারীদের অবশ্যই আইফোনের অটো-জয়েন ফিচার বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অটো-জয়েন ফিচার বন্ধের জন্য প্রথমে সেটিংস থেকে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। এরপর অটো-জয়েন হটস্পট অপশন থেকে নেভার অথবা আস্ক টু জয়েন নির্বাচন করতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখতে হবে এবং যেসব ওয়াই-ফাই নেটওয়ার্ক ভবিষ্যতে ব্যবহার করা হবে না, সেগুলো ফরগেট দিস নেটওয়ার্ক অপশনের মাধ্যমে মুছে ফেলতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) আইফোন ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে। ফোন রিস্টার্ট না করলে হ্যাকাররা জিরো-ক্লিক এক্সপ্লয়ট এবং স্পিয়ার-ফিশিং কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।