আইফোনে এবার ট্রুকলারের লাইভ আইডি
ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধার মাধ্যমে অপরিচিত নম্বর থেকে ফোনকল করা ব্যক্তির নাম বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি এ সুবিধা ব্যবহার করতে পারলেও অ্যাপলের গোপনীয়তা ও বিভিন্ন তথ্য সংগ্রহের নীতিমালার কারণে চাইলেও আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি ব্যবহার করা যায় না। তবে এবার আইফোন ব্যবহারকারীদের অপেক্ষার দিন শেষ হচ্ছে। ট্রুকলারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন মেমেদি জানিয়েছেন, আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করা যাবে।
ব্লক পোস্টে অ্যালেন মেমেদি লিখেছেন, ‘আমরা আশা করছি, খুব শিগগির আইফোন ব্যবহারকারীরা পূর্ণাঙ্গভাবে ট্রুকলার ব্যবহার করতে পারবেন।’ পোস্টে তিনি একটি স্ক্রিনশটও যুক্ত করেছেন, যেখানে আইওএস ১৮ সম্পর্কিত নথিতে ট্রুকলারের লাইভ কলার আইডি সমর্থনের তথ্য রয়েছে।
প্রসঙ্গত, আইওএস অপারেটিং সিস্টেমের গোপনীয়তা ও নিরাপত্তায় ট্রুকলারের অনেক সেবা আইফোনে সীমাবদ্ধ করা থাকে। কারণ, আইফোনে থার্ড পার্টি কোনো অ্যাপ ফোনকল ও এসএমএসের তথ্য জানতে পারে না। ফলে আইফোনে লাইভ কলার আইডি দেখানোর জন্য ট্রুকলার ব্যবহারকারীদের এসএমএস ও ফোনকলের ইতিহাস জানতে পারে না।
গত বছর ভার্চুয়াল সহকারী সিরির মাধ্যমে আইফোনে লাইভ কলার আইডি সুবিধা ব্যবহারের সুযোগ চালু করে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে সরাসরি ব্যবহার করা না গেলেও ‘হাই সিরি সার্চ ট্রুকলার’ বলে নির্দেশনা দেওয়ার পর ফোনকল করা অপরিচিত ব্যক্তিদের পরিচয় জানতে পারেন আইফোন ব্যবহারকারীরা।