আইফোনে সিস্টেম আপডেটের তাগিদ

স্মার্ট ডিভাইসের নিরাপত্তার প্রশ্নে ২০২৫ সাল শুরু থেকেই ভাবিয়েছে। সারাবিশ্বে ছড়িয়েছে হ্যাক আতঙ্ক। কারণ, নানামুখী ডিজিটাল প্রতারণার মুখোমুখি হয়েছেন অনেকে। আর তা গণমাধ্যমে ফলাও করে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড সিস্টেমে কয়েক দফায় আক্রমণ হলে কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কয়েকটি দিকনির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আইফোন অপারেটিং সিস্টেমে (ওএস) কিছু কারিগরি ত্রুটি (বাগ) শনাক্ত করে নিরাপত্তা বিশ্লেষক সংস্থা। ইতোমধ্যে পুরোনো মডেলে কয়েক ধরনের বাগ চিহ্নিত করা হয়েছে। এতে ফোনে সংরক্ষিত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, সব সংস্করণে থাকা বিশেষ ‘এক্সকোড’ দিয়ে সমস্যার সমাধান দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। ফলে নিরাপত্তাবিষয়ক সব ধরনের ঝুঁকিতে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, নিরাপত্তা বিশ্লেষক সংস্থা সার্ট পরামর্শে বলছে, যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন, তারা যেন সব ধরনের সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ আপডেট করে নেন।
ডিভাইসে সামান্য সন্দেহজনক কিছু দৃশ্যমান হলেই নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। ডিভাইসে সাইবার সিকিউরিটিবিষয়ক যেসব নির্দেশনা দেওয়া হয়, তা যথাযথ মেনে চলতে হবে। আইফোন নিরাপত্তার প্রসঙ্গে এবারই প্রথম প্রশ্ন উঠেছে, তা কিন্তু নয়। নতুন মডেলের আবির্ভাবে মাঝেমধ্যে নিরাপত্তা ইস্যুতে বিষয়টি সরব হয়।
কিন্তু নতুন আইফোন আত্মপ্রকাশ করার খবর ছড়ালে নানা অজুহাতে নিরাপত্তার বিষয়টি বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্বের কয়েকটি দেশে এমন নিরাপত্তার বিষয়ে গ্রাহককে আগাম সতর্ক করা হয়। এর আগে কয়েকটি দেশের সরকারি দপ্তরের কর্মীদের আইফোনের ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করে বিশ্বের কয়েকটি দেশ। ভারত ছিল তার শীর্ষে। এতে অবশ্য সরকারি কর্মীদের মধ্যে আইফোন ব্যবহারে ভাটা পড়েনি। শুধু তাই নয়, আইফোনে ঝুঁকি রয়েছে এমন সম্ভাবনাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এবারে নিরাপত্তার প্রশ্নে ওঠা সতর্ক খানিকটা হলেও ভক্তদের কাছে ভিন্ন বার্তা দিয়েছে। অ্যাপল পণ্য বিশ্লেষকদের অনেকে বলছেন, নতুন আইফোন বিক্রিতে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতেই সংঘবদ্ধ চক্র আইফোনের নিরাপত্তাবলয় ভেঙে ফেলতে সক্রিয় ভূমিকা পালন করছে। এতে অবশ্য আইফোন বিক্রিতে তেমন প্রভাব পড়বে না। তবে নিরাপত্তার প্রশ্নে আইফোন ভক্তদের সতর্ক থাকা এখন প্রয়োজন।