আইফোন ১৭ প্রো ম্যাক্স
নতুন বছর মানেই আইফোনে নতুন উন্মাদনা। অ্যাপল ফ্ল্যাগশিপে নতুন উত্তেজনা ছড়িয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল।
মডেল হিসেবে ‘১৭ প্রো ম্যাক্স’ দেবে হাই পারফরম্যান্সের সঙ্গে দৃষ্টিনন্দন ডিসপ্লে, যা স্মার্টফোনে আনবে অভূতপূর্ব দৃশ্যায়ন। ভিডিওচিত্রকে করবে বাস্তব চিত্রায়ণ।
সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্যামেরা সিস্টেম বিশেষ ঝামেলা ছাড়া সবকিছু উপভোগ্য করবে। মাস্টারপিস ডিসপ্লের মানোন্নয়নে থাকবে ওলেড প্রযুক্তি।
সিনেমা স্ট্রিম বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল যা-ই হোক না কেন, সুপার ওলেড প্রতিটি মুহূর্তকে করবে দৃষ্টিনন্দন দৃশ্যায়ন।
মডেলটি এইচডিআর১০ ও ডলবি ভিশন সমর্থন করে, যা দুটি উন্নত এইচডিআর ফরম্যাটে ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। হাই ডায়নামিক রেঞ্জ ছাড়া ডিসপ্লেটি রং ও দৃশ্যায়নে সুবিস্তৃত পরিসর প্রদর্শনে হবে বিশেষ পারদর্শী।
প্রাথমিক ক্যামেরা ছাড়া আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে, যা বিস্তৃত ল্যান্ডস্কেপ শট বা গ্রুপ ছবিকে দেবে সময়ের চেয়ে এগিয়ে থাকার অভিজ্ঞতা। নিজে থেকেই ফ্রেমের মধ্যে সবাইকে গুছিয়ে উপস্থাপন করে। অন্যদিকে, ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ লেন্স চারপাশের আরও কিছু দৃশ্য সহজেই ক্যাপচার করে নেয়।
ডিসপ্লে সিস্টেমে বিশেষ প্রযুক্তি চোখের সুরক্ষা নিশ্চিত করবে। অস্বস্তি ছাড়াই দীর্ঘ সময়কে করবে পরিপূর্ণ উপভোগ্য আর অনুভূতিপ্রবণ। ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে জানা গেছে, যা প্রতিটি শটে উপহার দেবে অবিশ্বাস্য আর চোখ জুড়ানো ছবি। ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, অপারেটিং সিস্টেম– সবকিছুতেই নান্দনিকতা আর উন্মাদনা ছড়াতে অ্যাপল কাজ করছে নীরব গবেষণাগারে।