Science & Tech

আকাশে থাকা তারা চিনবেন যেভাবে

সন্ধ্যার আকাশে চোখ রাখলেই দেখা মেলে তারাসহ অসংখ্য মহাজাগতিক বস্তুর। খালি চোখে তারা দেখা গেলেও সেগুলোর পরিচয় সবার পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। তবে চাইলে গুগলের তৈরি ‘স্কাই ম্যাপ’ অ্যাপের মাধ্যমে রাতের আকাশে থাকা তারার অবস্থান অনুযায়ী পরিচয় জানা যায়। রাতের আকাশ অন্বেষণের জন্য পকেট প্ল্যানেটেরিয়ামের কাজ করে থাকে অ্যাপটি।

স্কাই ম্যাপ অ্যাপটি তারা, গ্রহ, নক্ষত্রপুঞ্জ ও মহাকাশের অন্যান্য বস্তু বেশ সহজে শনাক্ত করতে সাহায্য করে। অ্যাপটি চালু করে আকাশের যেকোনো দিকে স্মার্টফোন ধরলেই তাৎক্ষণিকভাবে সেই আকাশে অবস্থান করা তারা, ছায়াপথ ও গ্রহের তথ্য জানা যায়। এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা সব বয়সের মানুষের জন্য জ্যোতির্বিদ্যা সম্পর্কে দারুণ সব ধারণা দিতে পারে।

স্কাই ম্যাপ অ্যাপ স্মার্টফোনের জিপিএস, কম্পাস ও অ্যাক্সিলোমিটারের তথ্য ব্যবহার করে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির স্কাই ভিউ প্রদর্শন করে থাকে। তাই অ্যাপটি ফোনে চালু করলেই তারার মানচিত্র অনুযায়ী তথ্য দেখা যায়। শুধু তা–ই নয়, উল্কাবৃষ্টি, বিভিন্ন গ্রহের গ্রহণ ও গ্রহের সারিবদ্ধ অবস্থানের তথ্যও জানা যায়। এর ফলে মহাকাশ বিষয়ে পূর্বজ্ঞান ছাড়াই নক্ষত্রপুঞ্জ শনাক্ত করতে সাহায্য করে অ্যাপটি।

স্কাই ম্যাপ অ্যাপের মাধ্যমে টাইম ট্র্যাভেলও করা যায়। মনে করুন, ১৯৯০ সালের ২৯ জুলাই রাত ১১টা ২০ মিনিটে আকাশ কেমন ছিল, তা আপনি জানতে চান। অ্যাপটিতে সেই তারিখ লিখলেই অতীতের আকাশটি দেখতে কেমন ছিল, তা জানাতে পারে অ্যাপটি। শুধু তা–ই নয়, ২০২৯ সালের ২৯ জুলাই রাত ১১টা ২০ মিনিটে ভবিষ্যতের আকাশ কেমন হতে পারে, তারও সম্ভাব্য তথ্য জানাতে পারে। অফলাইনে ব্যবহার উপযোগী অ্যাপটি এরই মধ্যে গুগল প্লেস্টোর থেকে পাঁচ কোটির বেশিবার নামানো হয়েছে। এই ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে অ্যাপটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button