আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাসের মডেল তৈরি করছেন বিজ্ঞানীরা

পৃথিবীতে প্রতি মাসেই কোনো না কোনা স্থানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে। প্রাণহানির আশঙ্কা থাকলেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তথ্য আগে থেকে জানা যায় না। তাই এবার পানির নিচের আগ্নেয়গিরির তথ্য ব্যবহার করে অগ্ন্যুৎপাতের পূর্বাভাসের মডেল তৈরির জন্য কাজ করছেন বিজ্ঞানীরা।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দেওয়ার জন্য বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত পানির নিচে থাকা অ্যাক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরির তথ্য ব্যবহার করছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরিবিদ বিল চ্যাডউইকের জানিয়েছেন, একটি পূর্বাভাস অনুসারে অ্যাক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরিতে বছরের শেষের দিকে যেকোনো সময় অগ্ন্যুৎপাত ঘটবে। এ আগ্নেয়গিরিটি হাওয়াইয়ের আগ্নেয়গিরির মতো। এখান থেকে বেশ তরল লাভা নির্গত হয়। অগ্ন্যুৎপাতের আগে এই আগ্নেয়গিরি বেলুনের মতো স্ফীত হতে থাকে। অ্যাক্সিয়ালে আগ্নেয়গিরির আশপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এটা সামনের অগ্ন্যুৎপাতের জন্য বড় সংকেত। এখানকার বিস্ফোরণের কারণে মানুষের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরি পর্যবেক্ষণের মাধ্যমে স্থলের আগ্নেয়গিরির সম্পর্কে তথ্য উন্নত করতে চান। অগ্ন্যুৎপাতের পূর্বাভাস উন্নত করতে অ্যাক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। এসব তথ্য কাজে লাগিয়ে স্থলভাগে সক্রিয় আগ্নেয়গিরির জন্য দ্রুত একটি মডেল তৈরি করতে চান বিজ্ঞানীরা।