আগ্নেয়গিরি থেকে সোনা উদ্গীরণ
অ্যান্টার্কটিকায় অবস্থিত একটি আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস প্রতিদিন হাজার হাজার ডলার মূল্যের সোনা উড়িয়ে দিচ্ছে জেনে মানুষ নিশ্চয় অবাক হবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাউন্ট ইরেবাস থেকে প্রতিদিন ৮০ গ্রাম সোনা তোলা হয়, যার মূল্য ৬ হাজার ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার মাউন্ট ইরেবাস পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা সোনার সাথে গ্যাস এবং বাষ্প ছড়ায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরি থেকে নির্গত সোনার ফ্লেক্স এবং গ্যাস এবং বাষ্পের শিখা মাউন্ট ইরেবাস থেকে প্রায় ৯৯৯ কিলোমিটার দূরে পড়ে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, কেউ যদি এ আগ্নেয়গিরি থেকে স্বর্ণ অ্যাক্সেস করার সাহস করে তবে তাদের সচেতন হওয়া উচিত যে, সেখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৭ সালের একটি সমীক্ষা অনুসারে, অ্যান্টার্কটিকায় ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় ৯টি সক্রিয় এবং তাদের মধ্যে মাউন্ট ইরেবাস হল সর্বোচ্চ এবং সবচেয়ে বিখ্যাত, যার উচ্চতা ৩৭৯৪ মিটার। প্রতিবেদন অনুসারে, মাউন্ট ইরেবাস রস সাগরের রস দ্বীপে অবস্থিত, যা ১৮৪১ সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস আবিষ্কার করেন।