আজাদ কাশ্মিরে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ৯০
ভয়াবহ বিক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মির। গতকাল শনিবার (১১ মে) আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদ ও অন্যান্য জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৯০ জন।
এছাড়া পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে টিয়ারশেল ও পাথর বিনিময়ের জেরে আহত হয়েছে অনেকে। আহতদের মধ্যে পুলিশ ও বিক্ষোভকারী উভয়েই রয়েছে।
ডন অনলাইন জানিয়েছে, কয়েক দিন আগে আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকায় মূল্যস্ফীতি, উচ্চ কর আদায় এবং বিদ্যুৎ সঙ্কটের জেরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এতে নেতৃত্ব দেয় কাশ্মিরের আঞ্চলিক রাজনৈতিক দল জম্মু অ্যান্ড কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। পরে এটি স্বাধীনতাকামী বিক্ষোভে রূপ নেয়।
শুক্রবার আজাদ কাশ্মিরে ধর্মঘটের ডাক দিয়েছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ওই কর্মসূচি থেকে কয়েক ডজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মুক্তির দাবিতে অঞ্চলের বিভিন্ন জেলায় শনিবার তীব্র বিক্ষোভ শুরু হয়। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের।
সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের নাম আদনান কুরেশি। তিনি ইসলাম গড় এলাকায় বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন মিরপুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কামরান আলী।
এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মিরের অর্থমন্ত্রী আবদুল মজিদ খান বলেন, সরকার সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং সব বিতর্কিত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার জন্য আমাদের দরজা সবসময় খোলা। কিন্তু এই প্রস্তাবকে সরকারের দুর্বলতা বলে ভুল করে দেখা উচিত হবে না।
ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, এদিন মুজাফফরাবাদ এবং পুঞ্চে সম্পূর্ণ ধর্মঘট পালিত হয়। কোটলির এসএসপি মীর মুহাম্মদ আবিদ এক বিবৃতিতে জানান, তার জেলায় দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ৭৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। অপরদিকে কোটলির জেলা হাসপাতালে ৫৯ পুলিশ সদস্য ছাড়াও আহত ৯ বিক্ষোভকারীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।