আজ ভোট হলে ট্রাম্পের কাছে হারবেন বাইডেন!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা এতই কমছে যে আজ যদি নির্বাচন হয়, তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাবেন। নিউ ইয়র্ক টাইমসের নতুন এ সমীক্ষায় এই পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে আর মাত্র আট মাস বাকি আছে। এই প্রেক্ষাপটে জরিপটির ফলাফল প্রকাশিত হলো।
নিবন্ধিত ভোটারদের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, আজ যদি ভোট হয় তবে ৪৩ ভাগ ভোটার ভোট দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। আর সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পাবেন ৪৮ ভাগের ভোট। গত ডিসেম্বরে পরিচালিত জনমত জরিপের চেয়ে এবার ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে বলেই দেখা যাচ্ছে।
বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যেভাবে কাজ করছেন, তার প্রতি ৪৭ ভাগ লোকেরই সমর্থন নেই। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকালে এখনই তিনি সর্বোচ্চ নেতিবাচক অবস্থানে রয়েছেন।