International

আত্মসমর্পণ করছে এরদোয়ানের চিরশত্রুরা?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘শত্রুরা’ এবার কি তবে সমঝোতার পথেই হাঁটছে? এবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান তাঁর সংগঠনের সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।

সেই সাথে ওজালান সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা এবং তুর্কি সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতের ইতি টানারও আহ্বান জানিয়েছেন।

১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের কাছে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দী আছেন পিকেকে নেতা আবদুল্লাহ ওজালান। বৃহস্পতিবার কুর্দিপন্থী ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল সেই কারাগারটি পরিদর্শন করে। সেখান থেকেই ওজালান বিবৃতিটি দেন।

বিবৃতিতে ওজালান দলকে বলেছেন, আপনারা সম্মেলন করুন এবং সিদ্ধান্ত নিন। সংগঠনের সবাইকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে। পিকেকেকে অবশ্যই নিজেদের বিলুপ্ত করতে হবে।

তুরস্কের সরকার ও তাদের পশ্চিমা মিত্ররা পিকেকেকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে থাকে।

তবে ওজালানের এই আহ্বানে পিকেকে সাড়া দেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তারা এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button