International

আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল

ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। সোমবার শুরুতেই গৌতম আদানি নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় পার্লামেন্টে। এদিন আদানিসহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সংসদ সদস্যদের হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়।

বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে দিন দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মুলতবি হয়ে যায়। দুপুরের দিকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশের সম্ভলে সহিংসতার ঘটনা সম্পর্কে বিরোধীরা সুর চড়ালে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। বিজেপি সংসদ সদস্য সন্ধ্যা রাই লোকসভার সদস্যদের কাছে জানতে চান, তাঁর সভাপতিত্বে অধিবেশন এগিয়ে যেতে তারা ইচ্ছুক কিনা। এর পরও হট্টগোল না থামায় বুধবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়।

কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো আদানি ইস্যুতে আলোচনা দাবি করে। তাদের অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ্দ পেতে ভারতীয় কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানিসহ কয়েকজন। এ প্রসঙ্গে আলোচনা চেয়ে লোকসভায় মুলতবি প্রস্তাব দেন কংগ্রেস সংসদ সদস্য মনিকম টেগোর। এ নিয়ে লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলকে লেখা চিঠিতে তিনি বলেন, ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের উদাসীনতা, নীরবতা সারাবিশ্বের কাছে ভারতের মাথা নিচু করে দিচ্ছে। সরকারকে জবাব দিতেই হবে।

এদিকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধনকুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি।

অন্যদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া বিদ্যুৎ চুক্তি নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির সাবেক সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ-সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, সে বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিংঘে এ কথা জানিয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button