Science & Tech

আন্তর্জাতিক মহাকাশে নতুন ক্রু পাঠালো স্পেসএক্স

তিন মার্কিন এবং এক রুশ নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট।

ফ্লোরিডার কেনেডির মহাকাশ কেন্দ্র থেকে রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কয়েক মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগর ছাড়িয়ে যায়। এটি ঘণ্টায় ছয় হাজার মাইল গতিতে যাচ্ছিল বলে নাসার টিভি ভাষ্যকার জানিয়েছেন। কক্ষপথে স্থিত হতে ক্যাপসুলটির নয় মিনিট সময় লাগে। এভেন্ডার নামের ক্যাপসুলটিতে তিন পুরুষ ও এক নারী নভোচারি রয়েছেন। ইলন মাস্কের স্পেসএক্স চতুর্থবারের মতো ক্যাপসুলটি মহাকাশে পাঠিয়েছে।

এদিকে, প্রবল বাতাসের কারণে শনিবার রকেট উৎক্ষেপণ ভেস্তে গিয়েছিল।

ইউক্রেনে ২০২২ সালে রুশ হামলার পর থেকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও মহাকাশে উভয় দেশের একটি ব্যতিক্রমী অভিন্ন সহযোগিতার সম্পর্ক এখনও বিদ্যমান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button