আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০

বৃহস্পতিবার এই অঞ্চলে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ-পূর্বে পাহাড়ি এলাকা থেকে উদ্ধারকারীরা শত শত লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০০ জনেরও বেশি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০৫ জনে পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ‘মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা ও জরুরি সরবরাহ অব্যাহত রয়েছে।’
আগের পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা ছিল এক হাজার ৪০০ জন।
বৃহস্পতিবার এই অঞ্চলে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত রোববারের ভূমিকম্পটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর মধ্যে একটি। ভূপৃষ্ঠ থেকে প্রায় আট কিলোমিটার গভীরে উৎপন্ন এ কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রোববারে ৬ মাত্রার ও মঙ্গলবার ৫.৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে তিন হাজার ৬৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে জাতিসঙ্ঘ সতর্ক করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরো বেশি মানুষ আটকা পড়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে।
বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে কুনার প্রদেশে। কর্তৃপক্ষ জানায়, ছয় হাজার ৭০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। দুর্গম এলাকা হওয়ায় ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
তালেবান কর্তৃপক্ষ বেঁচে যাওয়া মানুষদের সাহায্য করার জন্য হেলিকপ্টার ও বিমান থেকে সেনা কমান্ডো মোতায়েন করেছে। ত্রাণকর্মীরা ভূমিধস ও পাথর ধসের কারণে বিচ্ছিন্ন গ্রামগুলোতে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পৌঁছানোর চেষ্টা করছেন।