International

আবারও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হচ্ছেন উরসুলা ভন ডার লেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে জার্মানির উরসুলা ভন ডার লেনকে মনোনয়ন দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে ২৭ দেশের জোট এ সিদ্ধান্ত নেয়।  

বর্তমানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ভন ডার লেনকে আরও পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। সেখানে ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে।

এছাড়াও ব্রাসেলসের সম্মেলনে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাকে ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। অপরদিকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কায়া কাল্লাসকে ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান নির্বাচিত হয়েছেন।

এদিকে এই তিন নেতা ইইউ নেতাদের ব্যাপক সমর্থন পেলেও উরসুলা ভন ডার লেনকে ভোট দেননি ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কূটনীতিকেরা বলছেন, তিনি কস্তা এবং কাল্লাসের বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ভন ডার লেনের বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি কাল্লাসকেও ভোট দেননি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button