Trending

আমাজনে নতুন ২৮ প্রাণীর সন্ধান

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রাণী সংরক্ষণ ও গবেষণা সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের র‌্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন এ তথ্য জানান। তিনি বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোট আকারের এক প্রকার কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর এবং ১০ ধরনের প্রজাপতি। খবর রয়টার্সের।
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম বৃষ্টিবহুল অরণ্য আমাজন দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত। এই দেশগুলো হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। লারসেন বলেন, আমরা এক প্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যে মাটি ও পানিতে চলাচলের ক্ষেত্রে তারা সমান দক্ষ এবং সাধারণত পানি থেকেই তাদের খাবার জোগাড় করে। এক ধরনের মাগুর মাছ পেয়েছি, সেগুলোর দেহে আঁশ রয়েছে। এক ধরনের নতুন কাঠবিড়ালির সন্ধান পেয়েছি, যেটির আকার পূর্ণবয়স্ক অবস্থায় সাধারণ মানুষের হাতের তালুর চেয়েও ছোট। আমার ধারণা, আমাজনের পেরু অংশ নিয়ে জীববিজ্ঞানীরা তেমন মাথা ঘামাননি। কারণ ইতোমধ্যে আমরা ২৮টি নতুন প্রজাতি আবিষ্কার করতে পেরেছি এবং যা বুঝতে পারছি, সামনে আরও বেশ কয়েকটি নতুন প্রজাতি আবিষ্কার করতে পারব আমরা। এর যুক্তি হিসেবে তিনি বলেন, নতুন যে প্রজাতিগুলোর আবিষ্কার হয়েছে সেগুলোর সন্ধান মিলেছে আমাজনের আলটো মায়ো অঞ্চল ও তার আশপাশের। এই অঞ্চলটি একটি সংরক্ষিত অঞ্চল এবং জঙ্গলের খুব ভেতরে নয়। কয়েকটি আদিবাসী অধ্যুষিত গ্রামও এখানে রয়েছে। এই আদিবাসীরা সবাই আওয়াজুন নৃগোষ্ঠীর। আমরা যদি জঙ্গলের একদম গভীরে যাই, তা হলে আরও নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button