USA

আমার বন্ধু মাস্ক ‘ভয়ানক ভুল’ করছেন: তির্যক মন্তব্য স্পিকার জনসনের

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন টেসলা প্রধান ইলন মাস্কের সাম্প্রতিক সমালোচনার জবাবে মন্তব্য করেছেন, ‘আমার বন্ধু ইলন ভয়ানক ভুল করছেন।’ মাস্ক যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে ‘জঘন্য ঘৃণ্য’ বলে আখ্যা দেওয়ার পর রিপাবলিকান শিবিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্পিকার জনসন বলেন, ‘ইলন মাস্ক নিঃসন্দেহে অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। সরকারি দক্ষতা উন্নয়ন দপ্তর নিয়ে তিনি অনেক ভালো কাজ করেছেন।’ তবে বাজেট বিল নিয়ে মাস্কের অবস্থানকে ভুল বলে উল্লেখ করেন তিনি।

“শ্রদ্ধা রেখেই বলছি, ‘দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে ইলন সম্পূর্ণ ভুল অবস্থানে আছেন’, বলেন জনসন। তিনি আরও জানান, মাস্কের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং সেই কথোপকথনে মাস্ক বিলটির ‘গুণাগুণ’ কিছুটা হলেও বুঝেছেন বলে মনে হয়েছে।

তবে স্পিকার জনসন ইঙ্গিত দিয়েছেন, বিলটিতে বৈদ্যুতিক গাড়ির জন্য কর ছাড় কমে যাওয়ার বিষয়টি হয়তো মাস্কের বিরূপ প্রতিক্রিয়ার পেছনে ভূমিকা রেখেছে।

এদিকে, সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনও মাস্কের সমালোচনাকে তেমন গুরুত্ব না দিয়ে বলেছেন, ‘এটা শুধু মতভেদের ব্যাপার।’

উল্লেখ্য, ইলন মাস্ক বিলটিকে ‘জঘন্য ঘৃণ্য’ বিল হিসেবে অভিহিত করেছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto