আমেরিকাতে প্রবাসীদের ঈদ উদযাপন
অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন, প্রিন্ট মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও ভিনদেশীয় মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো।
মহান আল্লাহ’র নির্দেশ বাস্তবায়ন ও সন্তুষ্টি পেতে দীর্ঘ এক মাস পবিত্র রমজানের সিয়াম সাধনা শেষে বুধবার (১০ এপ্রিল) ভোরে নিউইয়র্কের ব্রোকলেন, ব্রন্ক্স, কুইন্স, জেকসন হাইটস সহ প্রবাসী বসবাসরত আরো কয়েক সিটি, মিশিগানের হেমট্টামিক, ওয়ারেন, ডেট্রয়েট ও অন্যান্য সিটি আর অন্যান্য রাজ্যের খোলা মাঠ এমনকি মসজিদ গুলোতেও জমায়েত হতে থাকেন মুসল্লিরা।
এতে নারীদের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। নামাজে দোয়ায় শরিক হয়ে মুসল্লিরা মহান আল্লাহ’র নিকট প্রার্থনা জানিয়ে বলেন,প্রবাস জীবনে যেন প্রতিটি বাংলাদেশি ও ভিনদেশীয়রা নিরাপদে সুস্থ থাকেন। এছাড়াও একে অপরের সঙ্গে কোলাকুলিতে লিপ্ত হন এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকেন।
এদিকে নামাজ শেষে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষের অনেকেই তাদের ঈদ আনন্দের সময়টুকু নিয়ে জনকণ্ঠের প্রতিনিধির নিকট নিজ নিজ নানান অনুভূতি তুলে ধরে বলেন, ঈদের দিনে প্রিয় বাংলাদেশ ও মা-বাবা,আত্মীয়-স্বজনের কথা এ দিনে বেজায় মনে পড়ছে। আবার অনেকেই মহান আল্লাহ কাছে ব্যক্তিগত সমস্যা সমাধান সহ নানান চাওয়া পাওয়ার ফরিয়াদ।