USA

আমেরিকায় তুষার ঝড়: নিহত ৪০

অ্যামেরিকার বেশ কয়েকটি স্টেইটে সপ্তাহ জুড়ে দফায় দফায় প্রচণ্ড ঠান্ডা ও তুষার ঝড়ে অন্তত ৪০ জন নিহত হওয়অ খবর পাওয়া গেছে। 

সিএনএন জানিয়েছে, ১২ জানুয়ারি থেকে স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত অ্যামেরিকার নয়টি স্টেইটে মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেনেসিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্টেইটের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। যার মধ্যে সোমবার তুষারের কারণে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

একই কারণে পেনসিলভেনিয়াতেও মিনিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন লাকাওয়াননা কাউন্টির করোনার অফিস।

এছাড়াও তুষার ঝড়ে আরকানসা, ইলিনয়, ক্যানসাস, মিসিসিপি, নিউ ইয়র্ক, ওরেগন এবং উইসকনসিনে প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রচণ্ড তুষারের কারণে ওরেগণ স্টেইটে ৮৫ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে জানিয়েছে স্টেইট কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সকালের দিকে চলাচলে সতর্কতা জারি করেছে এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঠাণ্ডা বাতাসে পর্যাপ্ত সুরক্ষা না নিলে হাইপোথার্মিয়া হতে পারে।

ওকলাহোমা সিটি, ন্যাশভিল, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক সিটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় শিশু-কিশোরদের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button