USA

আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতে ট্রাম্পকে জেতানো জরুরি: মাস্ক

আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছিলেন টেসলার কর্ণধার তথা  মার্কিন ধনকুবের ইলন মাস্ক।  পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই জনসভায় অংশ নেন তিনি। গত জুলাইয়ে ট্রাম্পকে এখানেই হত্যার চেষ্টা করা হয়েছিল।সমাবেশে মার্কিন নাগরিকদের দ্রুত ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘এবার ট্রাম্পকে ভোটে জেতাতে না পারলে; ভবিষ্যতে আর ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে না মার্কিন রাজনীতিতে।’ মাস্ককে বলতে শোনা গিয়েছে, ”আমি মনে করি এই নির্বাচন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। সংবিধানকে রক্ষা করতেই প্রেসিডেন্ট ট্রাম্পকে জিততে হবে। আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতে ওঁকে জিততেই হবে।  জিততেই হবে।” উপস্থিত জনতার উদ্দেশে মাস্কের বার্তা ছিল – ‘এবার ট্রাম্প না জিতলে এটা হবে আমেরিকার শেষ নির্বাচন’। সাত মিনিটের ভাষণ শেষে তিনি স্লোগান দেন, ”ফাইট ফাইট ফাইট! ভোট ভোট ভোট!”

গত ১৩ জুলাই বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের সভায় ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়। অভিযুক্ত টমাস ক্রুকের ছোড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায়। ট্রাম্পকে লক্ষ্য করে দু’টি গুলি পর পর ছুটে আসার পরই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক স্নাইপারের ছোড়া গুলিতে নিহত হন হামলাকারী। সেই সময় ট্রাম্পকে দেখা যায় মুষ্ঠিবদ্ধ হাত তুলে ‘ফাইট, ফাইট’ বলে গর্জন করতে।  ট্রাম্পের উপরে হওয়া হামলার পরে মাস্ক  এক্স হ্যান্ডেলে ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকার নেন। সেই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচারও করা হয়।  অনেকেই বলছেন, হোয়াইট হাউজের মসনদ নিশ্চিতে ইলন মাস্কের জনপ্রিয়তার ওপর ভর করতে যাচ্ছেন ট্রাম্প। গত আগস্টে ট্রাম্প বলেছিলেন , নির্বাচনে জয়ী হলে তিনি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন। ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্সিয়াল রানিং মেট জেডি ভ্যান্সও এদিন সমাবেশে বক্তৃতা রাখেন। তিনি  ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী কমালা হ্যারিসের উদ্দেশে বলেন, ‘ ডনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য বুলেটবিদ্ধ হয়েছেন।  আপনি কী করেছেন?”

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button