আল-শিফা হাসপাতালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে বাইডেন প্রশাসন গাজার আল-শিফা হাসপাতাল চত্বর দখলের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ইসরায়েলি গোয়েন্দারা হাসপাতালটিকে হামাসের কমান্ড সেন্টার হিসেবে আখ্যায়িত করেছে। বাইডেন প্রশাসন আশঙ্কা করছে, এতে বিপুল সংখ্যক বেসামরিক লোক আহত বা নিহত হবে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে গাজায় বেসামরিক হতাহতের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে প্রশাসনের মধ্যে বিস্তৃত উদ্বেগের অংশ এটি।
এদিকে গাজার আল-শিফা হাসপাতালে তিন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে, গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাসপাতালে অকাল জন্ম নেওয়া দুই শিশুসহ ১২ জন রোগীর মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় অকাল শিশুও মারা গেছে।