আস্থা ভোটে হেরে গেলেন শলৎস; সরকারের মেয়াদ শেষের আগেই নতুন নির্বাচনে যাচ্ছে জার্মানি
অবশ্য শলৎসের ওপর যে পার্লামেন্ট সদস্যরা আস্থা রাখবেন না, সেটি আগে থেকেই অনেকটা অনুমেয় ছিল।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের ওপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির পার্লামেন্টের বেশিরভাগ সদস্য। এর ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৭১৭ জন তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি।
ওলাফ শলৎসের পক্ষে ভোট দিয়েছেন ২০৭ জন। আর ভোটদানে বিরত থাকেন ১১৬ জন। জার্মানির নিম্ন কক্ষের প্রেসিডেন্টের বরাত দিয়ে বার্তাসংস্থা ডিপিএ এ তথ্য জানায়।
তার আগে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শলৎস।
অবশ্য শলৎসের ওপর যে পার্লামেন্ট সদস্যরা আস্থা রাখবেন না, সেটি আগে থেকেই অনেকটা অনুমেয় ছিল।
চলমান পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এ সিদ্ধান্ত নিতে ২১দিন সময় পাবেন তিনি। ইতোমধ্যে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি।