Trending

ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়েছে। গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।

ইউরোস্ট্যাটের দেওয়া তথ্য অনুসারে, জুনে মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরের অবস্থানে আছেন ভেনিজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকরা। এ ছাড়া মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ।

সংস্থাটি আরো জানিয়েছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে, যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই।

এদিকে ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি। গত বছরের জুন মাসের চেয়ে এ সংখ্যা ২৭ শতাংশ কম।

জার্মানিতে চরম ডানপন্থীদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে। গত সোমবার থেকে জার্মানির সব স্থল সীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button