International

ইইউ’র সাথে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী স্টারমার

ব্রেক্সিটের পর এটি যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর।

ব্রেক্সিটের পর সম্প্রতি ইউরোপের সাথে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন সময়ে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্যারিস থেকে এএফপি জানায়, এ সফরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন এবং ইউক্রেন বিষয়ক একটি বৈঠকে অংশ নেবেন।

ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিতকে তিন দিনের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। এই সফরে ম্যাক্রোঁ ও কেয়ার স্টারমার বৃহস্পতিবার ৩৭তম ফ্রাঙ্কো-ব্রিটিশ শীর্ষ সম্মেলনে যৌথ আলোচনায় বসবেন।

আলোচনায় ইউক্রেনকে সহায়তা, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ অভিবাসন রোধ এবং দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার বিষয়গুলো থাকবে।

শুক্রবার এক বিবৃতিতে এলিসি প্যালেস বলেছে, ব্রেক্সিটের পর এটি যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। বিশেষ করে, এমন সময় এই রাষ্ট্রীয় সফর হচ্ছে, যখন প্রধানমন্ত্রী স্টারমার ইউকে ও ইউরোপের সম্পর্ক ‘পুনরুদ্ধারের’ ইঙ্গিত দিয়েছেন।

ব্রেক্সিটের পর ব্রিটেনের পূর্ববর্তী ডানপন্থী কনজারভেটিভ সরকারের সময় প্যারিস ও লন্ডনের মধ্যে রাজনৈতিক তেমন ভালো ছিল না। তবে এখন স্টারমারের নেতৃত্বাধীন বাম লেবার সরকারের সময় সম্পর্কে নতুন উষ্ণতা এসেছে এবং দুই দেশ এখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।

বাকিংহাম প্যালেস শুক্রবার নিশ্চিত করেছে, পূর্বসূরি শার্ল দ্য গল ও ফ্রাঁসোয়া মিতেরাঁর পদাঙ্ক অনুসরণ করে ম্যাক্রোঁ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে আনুষ্ঠানিক ভাষণ দেবেন।

রাজা তৃতীয় চার্লস ম্যাক্রোঁ ও তার স্ত্রীকে উইন্ডসর ক্যাসলে একটি রাষ্ট্রীয় অভ্যর্থনা সভায় আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তারা তিন রাত অবস্থান করবেন। উইন্ডসরে থাকার সময় ম্যাক্রোঁ সেন্ট জর্জের ক্যাপেলে ব্যক্তিগতভাবে গিয়ে ব্রিটেনের সাবেক রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে ফুল দেবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto