ইউক্রেনকে বাদ দিয়েই ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন বৈঠক?

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে কয়েকদিনের মধ্যে সৌদি আরবে বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তবে এই বৈঠকে অংশ নেবেন না ইউক্রেন।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ইউক্রেন বৈঠকে কোনও প্রতিনিধিদলও পাঠাবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং স্টিফ উইটকফ সৌদি আরবে বৈঠক করতে যাবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বারবারই সতর্ক করে বলেছেন, তার দেশের ভূমিকা ছাড়া হওয়া কোনও চুক্তি তিনি গ্রহণ করবেন না। তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শান্তি চেষ্টায় ইউক্রেন এবং ইউরোপকে অন্তর্ভুক্ত না করার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালটজ।
সৌদি আরবে আয়োজিত রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকে ইউক্রেনকে বৈঠকে নেওয়া হয়নি কেন, তা জানতে চাওয়া হলে ওয়ালটজ এর সরাসরি কোনও জবাব দেননি।