International

ইউক্রেনের আরও একটি গ্রাম রাশিয়ার দখলে

রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।

এর আগে গতকাল শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। এই অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল।

শনিবার দোনেৎস্ক অঞ্চলের ভ্রেমিভকা বসতিও দখল করেছেন রাশিয়ার সেনারা। এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি।

বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম ও বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া। এখন পর্যন্ত তারা ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করেছে।

এদিকে রাশিয়ার উৎক্ষেপণ করা ৪৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনের বিমানবাহিনী এ দাবি করেছে।

তাদের দাবি, শনিবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে ৬১টি ড্রোন উৎক্ষেপ করে। এর মধ্যে ৪৩টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

এসব ড্রোন হামলা বা ড্রোন ভূপাতিত করতে গিয়ে কোনো হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button