International

ইউক্রেনে কাতারে কাতারে মরছে মার্কিন যোদ্ধারা

লাশ নিয়ে জটিলতা পুতিনের সাথে আলোচনার ইচ্ছা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প যুদ্ধে বড় ধরনের সাফল্য রুশ বাহিনীর

বার্তা সংস্থা সিএনএন-এর এক তদন্ত অনুসারে, ইউক্রেনের সম্মুখ সারিতে যুদ্ধরত ২০ জনেরও বেশি আমেরিকান নিখোঁজ রয়েছে, গত ছয় মাসে হতাহতের সংখ্যা বেড়েছে, কারণ বিদেশী ভাড়াটে যোদ্ধারা যুদ্ধরত দেশটির প্রতিরক্ষায় জরুরি শূন্যস্থান পূরণ করছে।

সিএনএন জানিয়েছে, গত ছয় মাসে যুদ্ধে নিহত হওয়ার পর ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগদানকারী কমপক্ষে পাঁচজন আমেরিকান স্বেচ্ছাসেবকের লাশ যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করা যায়নি। দীর্ঘ আলোচনার পর শুক্রবার রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনের মাটিতে তাদের দুজনকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেঁচে থাকা সহকর্মীদের স্পষ্ট সাক্ষ্য এবং ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা, মার্কিন সম্মুখ সারির যোদ্ধাদের অস্পষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাকে চিত্রিত করে, যে যুদ্ধকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে কূটনৈতিকভাবে শেষ করতে চাপ দিয়েছেন।

নিখোঁজ আমেরিকানদের আত্মীয়স্বজনরা সিএনএনকে জানিয়েছেন যে, তাদের ছেলেদের দাফন করতে না পারার কারণে তাদের নিষ্ক্রিয়তার অভাব, তাদের প্রিয়জনদের আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করতে না পারার আইনি জটিলতা এবং অনলাইনে রাশিয়ান ইন্টারনেট ট্রলদের দ্বারা প্রদত্ত যন্ত্রণার কথা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত জুড়ে লড়াইয়ের তীব্রতার অর্থ হল উভয় পক্ষের সৈন্যদের মৃতদেহ প্রায়শই সংগ্রহ করা যায় না এবং যুদ্ধক্ষেত্রে আবর্জনা পরিষ্কার করা যায় না।

পুতিনের সাথে আলোচনা ইচ্ছা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সাথে আলোচনার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি পুতিনের সাথে কথা বলবেন এবং তারা সম্ভবত এমন কিছু করবেন যা তিনি গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তবে, মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প আরও বলেছেন যে, ওয়াশিংটন মস্কোর সাথে গুরুতর আলোচনা করছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন যে, মস্কো দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের জন্য উন্মুক্ত রয়েছে তবে ওয়াশিংটনের কাছ থেকে এই বিষয়ে কোনও অনুরোধ পায়নি।

যুদ্ধে বড় ধরনের সাফল্য রুশ বাহিনীর : সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোচকো তাসকে বলেন, গত কয়েকদিনে ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের (ডিপিআর) চাসভ ইয়ার শহরে রাশিয়ান বাহিনী বড় ধরনের সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমাদের বাহিনী চাসভ ইয়ারে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, শহরের উত্তর-পশ্চিম অংশে অগ্রসর হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার জানা মতে, রেলওয়ে স্টেশন এলাকায় লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের ধরতে অভিযান চলছে।’ রুশ সেনারা চাসভ ইয়ারের দক্ষিণে স্টুপোচকির বসতিতে প্রায় পৌঁছে গেছেও বলে মারোচকো নিশ্চিত করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button