Trending

ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে জায়গা পেল ছেংতুর চায়ের দোকান

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছেংতুর চা সংস্কৃতি হাজার বছরের পুরনো। বিশেষ করে এখানকার চা দোকানগুলো পুরনো সংস্কৃতিকে ভিত্তি করে ঐতিহ্য ধরে রেখেছে।

এবার এই চা ঘর ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে তালিকাভুক্ত হয়েছে।

ছেংতুতে ১৯০৩ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চায়ের দোকানের ৬ হাজার ৩৪৫টিপাণ্ডুলিপি, ব্যবসায়িক নথি এবং ফটোগ্রাফ পাওয়া যায়, যা থেকে সেই সময়ের চা-সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।

পরিসংখ্যান বলছে, ১৯০৯ সালে ছেংতুতে ৫১৬ টি রাস্তা এবং গলিতে ৪৫৪টি চায়ের দোকান ছিল। সিচুয়ান প্রাদেশিক রাজধানীর পুলিশ স্টেশনের একটি নথিতে দেখা যায় ১৯২৯ সালে এই শহরে চায়ের দোকান ছিল ৬৪১টি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button