ইউরোপজুড়ে আগাম তাপপ্রবাহ, তুরস্ক–ফ্রান্সে দাবানল

ইউরোপে সময়ের আগেই শুরু হয়েছে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। এরই মধ্যে তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার দাবানলের কারণে তুরস্কে ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। সহনীয় আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডসেও আসন্ন দিনগুলোতে উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উচ্চ আদ্রতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের কর্মকর্তা সামান্থা বার্জেস বলেন, পশ্চিম ইউরোপের বড় অংশে তীব্র গরম পড়েছে এবং তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে। জুনের চেয়ে বরং এমন আবহাওয়া জুলাই ও আগস্ট মাসে দেখা যায়। কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো দাবানলে জ্বলছিল। দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, শক্তিশালী বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, পাঁচটি অঞ্চল থেকে ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ইজমির থেকেই সরানো হয়েছে ৪২ হাজারের বেশি মানুষ।
তাপপ্রবাহের মধ্যে ফ্যানের সামনে দাঁড়িয়ে আছেন পর্যটকেরা। ইতালির রোম, ৩০ জুন ২০২৫ছবি: রয়টার্স
সাম্প্রতিক বছরগুলোয় তুরস্কের উপকূলীয় এলাকাগুলোয় দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের কারণে জলবায়ুতে যে পরিবর্তন এসেছে, তার জেরেই এসব অঞ্চলে গ্রীষ্মকাল আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওদে অঞ্চলে রোববার দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ওদের প্রায় ৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। সোমবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফরাসি আবহাওয়া বিভাগ দেশটির ১০১টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে কমলা সতর্কতা জারি করেছে।
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটি জুন মাসে ইতিহাসের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করতে হয়েছে। দেশটির সেভিয়া শহরে সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের একটি সম্মেলনের সময় সেখানকার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার স্থানীয় প্রশাসনের একজন কর্মী বলেন, ‘ভয়াবহ গরম, আমরা একটু পরপর ছায়া খুঁজছি।’ ফ্রান্সের এল গ্রানাডো এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ইতালির ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। লোম্বার্ডি অঞ্চলে দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশটিতে পানির ব্যবহার সীমিত রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক ও খোলা জায়গায় কাজ করা মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সুইস রে জানিয়েছে, বিশ্বব্যাপী বছরে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ তীব্র গরমে প্রাণ হারান, যা বন্যা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের সম্মিলিত মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।