International

ইচ্ছা থাকলে উপায় হয়

চ্ছা থাকলে উপায় হয়-এ কথার যথার্থতা প্রমাণ করলেন ৯০ বছর বয়সী এক মার্কিন নারী। সম্প্রতি নর্থ টেক্সাস ভার্সিটি থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। মিনি পাইনি নামের এই নারী নর্থ টেক্সাস ভার্সিটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এমএ ডিগ্রি নিলেন। খবরে বলা হয়েছে, ১৯৫০ সালে হাইস্কুল ডিগ্রি নেওয়ার পর আর লেখাপড়া করতে পারেননি মিনি পাইনি। এরপর তিনি প্রতিলিপিকার হিসেবে চাকরি নেন। এভাবেই চলছিল তার জীবন। দীর্ঘ যুগ পর ফের পড়াশোনা করার ইচ্ছা পোষণ করেন মিনি পাইনি। এরপর ভর্তি হন নর্থ টেক্সাস ভার্সিটিতে।
বিষয় হিসেবে বেছে নেন সাংবাদিকতা ও বাণিজ্য। বয়স বেশি হলেও ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মানিয়ে নেন। মিনি পাইনি পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযাগী। তার শিক্ষকরা বলেন, এই নারী অত্যন্ত বিনয়ী ও মনোযোগী। এম এ ডিগ্রি অর্জনের পর মিনি পাইনি বলেন, পড়াশোনার কোনো বয়স নেই। এই কথা মাথায় রেখেই আমি ভার্সিটিতে ভর্তি হই। এখন ডিগ্রি পেয়ে আমি আনন্দিত।-ইউপিআই অবলম্বনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button