ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১১, নিখোঁজ অন্তত ৪৫
ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪৫ জন। দ্বীপরাষ্ট্রটির গোরোনতালো প্রদেশের সুলাওয়েসি দ্বীপের বোনে বোলাঙ্গো জেলার প্রত্যন্ত এক গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।
কর্মকর্তারা বলেন, গত শনিবার দিনভর ভারি বৃষ্টিপাত হয় ওই এলাকায়। এতে স্বর্ণখনি ও আশপাশের এলাকায় ভূমিধস ঘটে। দুর্যোগ থেকে রেহাই পাননি খনি সংলগ্ন গ্রামের বাসিন্দারাও।
দুর্যোগ মোকাবিলা টিমের প্রধান হেরিয়ান্তো বলেন, ‘রোববার থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জীবিতদের ছয়জন কম-বেশি আহত। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলমান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ায় পায়ে হেঁটে যেতে হয়েছে। ফলে উদ্ধার তৎপরতা শুরু করতে দেরি হয়েছে।’
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়ছে অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ প্রবণতা। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব খনিতে দুর্ঘটনাও ঘটে বেশি। বর্ষাকালে অতি বর্ষণ ও পাহাড়ি ঢল দেশটিতে স্বাভাবিক ঘটনা। ফলে নিরাপত্তাব্যবস্থাহীন অবৈধ খনিতে ঘন ঘন ভূমিধসের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মে মাসে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি গ্রামে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়। আগের মাসে একই প্রদেশের অন্য একটি গ্রামে ভূমিধসে প্রাণ হারান ২০ জন।