ইয়েমেনে বোমা হামলার সময় নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
সেন্টকম জানিয়েছে, এ সময় লোহিত সাগরের ওপরে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভুলবশত লোহিত সাগরের ওপর নিজেদের এফ/এ-১৮ যুদ্ধবিমানকেই গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, যুদ্ধবিমানটি মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ এটিকে আঘাত করে। নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দুজন পাইলটই নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। পাইলটদের একজন সামান্য আহত হয়েছেন।
সেন্টকম আরও জানায়, ইরানপন্থী হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইয়েমের সানায় তাদের কথিত ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বোমা হামলা চালানো মধ্যে নিজেদের বিমান ভূপাতিত করার খবর পাওয়া গেল।
তবে বিষয়টি আরও বিস্তারিত খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সেন্টকম জানিয়েছে, এ সময় লোহিত সাগরের ওপরে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।
জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের অবস্থানে হামলা চালিয়ে আসছে।