ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি?

মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড থেকে ইরাকের আনবার প্রদেশের একটি বিমান ঘাঁটিতে সেনা, সামরিক ও লজিস্টিক সরঞ্জাম বহনকারী একাধিক ট্রাক বহর পাঠিয়েছে। যেখানে আমেরিকান সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষার আল-মালোমাহ সংবাদ সংস্থাকে জানিয়েছে, বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটির দিকে এগিয়ে গেছে।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল-আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি আর কোনও বিস্তারিত তথ্য দেয়নি।
তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক বহরে সাঁজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা, ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল।
সূত্রটি বলেছে, মার্কিন সামরিক বিমানগুলো ইরাকে প্রবেশের সময় সামরিক কনভয়গুলিকে পাহারা দিচ্ছিলো। এগুলোকে ওই বহরের ওপর উড়তে দেখা গেছে।
এছাড়াও আইন আল-আসাদ ঘাঁটিতে যাওয়া প্রধান এবং আশপাশের রাস্তাগুলোতেও ছিলো অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মার্কিন সেনাবাহিনী আগামী সপ্তাহ এবং মাসগুলিতে সিরিয়ায় মোতায়েন করা সেনার সংখ্যা প্রায় অর্ধেক নামিয়ে আনছে।