International
‘ইরানকে আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে ইসরাইল’
গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন চলমান রয়েছে। এরই মধ্যে ইসরাইল ইরানকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ওয়ায়েজ বলেছেন, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলের কথিত হামলা ‘নিজের মাটিতে অন্য দেশকে লক্ষ্যবস্তু করার মতো’।
আল-জাজিরাকে ওয়ায়েজ বলেন, ‘সামগ্রিকভাবে এটি এখনো একটি কম-সিমার আঞ্চলিক যুদ্ধ বলে মনে হচ্ছে। এটি এখনো একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নেয়নি। তবে দেখা যাচ্ছে যে ইসরাইল এই সংঘাতকে প্রসারিত করার জন্য তার শক্তিতে সবকিছু করার চেষ্টা করছে।’