International

ইরানের ইউরেনিয়াম কোথায়, জানে না জাতিসংঘ

ইরানের ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ করা ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম বর্তমানে কোথায় আছে—তা তাদের জানা নেই। এমনকি সেটি আদৌ এখনও বিদ্যমান কি না, কিংবা সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে কি না—তাও তারা নিশ্চিত করতে পারেননি।

রবিবার কানাডার সিবিএস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রসি বলেন, ইরানের ইউরেনিয়াম কোথায় আছে, কিংবা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের ১২ দিনে তা ধ্বংস হয়েছে কি না—তা আমরা জানি না।

গ্রসি স্পষ্ট করেন, ১৩ জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর সময় ইরানের কাছে কমপক্ষে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যার বিশুদ্ধতার মাত্রা ছিল ৬০ শতাংশ।

উল্লেখ্য, পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের বিশুদ্ধতা হতে হয় ৯০ শতাংশ, এবং ৬০ থেকে ৯০ শতাংশে উন্নীত করা প্রযুক্তিগতভাবে খুব কঠিন কোনো প্রক্রিয়া নয়।

আইএইএ প্রধান আরও বলেন, যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পরমাণু অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমি মনে করি না যে এই হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে।

গ্রসি সাক্ষাৎকারে আরও জানান, সংঘাতের শুরুর দিনেই  ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার কথা হয়। সেই কর্মকর্তা জানিয়েছিলেন, ইরান তাদের পরমাণু প্রকল্প রক্ষায় সুরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, ফার্দো নামক গুরুত্বপূর্ণ স্থাপনাটি থেকে ইউরেনিয়ামের বড় একটি অংশ সংঘাতের শুরুর দিকেই সরিয়ে ফেলা হয়।

তবে ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে না কি অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে—এ বিষয়ে এখনো স্পষ্টতা নেই। গ্রসির ভাষ্য, যদি ইরানের কাছে ইউরেনিয়াম থেকে থাকে, তাহলে তারা কয়েক মাসের মধ্যেই তাদের পরমাণু কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে। আর যদি তা ধ্বংস হয়ে গিয়ে থাকে, তবুও তারা প্রকল্পে ফিরবে—কারণ তারা জানে কিভাবে পারমাণবিক বোমা তৈরি করতে হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto