Science & Tech

ইলন মাস্কের ব্রেন চিপ পৌঁছালো কানাডায়

ইলন মাস্কের নিউরালিংক এক যুগান্তকারী উদ্যোগ—মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআই) প্রযুক্তি ব্যবহার করে তারহীন চিপ তৈরি করেছে, যা মানুষের চিন্তা থেকে সংকেত পাঠিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পর এবার কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপ পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংক। এ প্রযুক্তি পরীক্ষার অংশ হিসেবে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতালের টরন্টো শাখা নিউরালিংকের সহযোগী হিসেবে কাজ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই জটিল নিউরোসার্জিক্যাল অপারেশনের জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।  

নিউরালিংকের বিসিআইএস চিপ মস্তিষ্কের সংকেত কৃত্রিমভাবে যন্ত্রে পাঠায়, যা কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য যন্ত্রকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সহজ ভাষায়, চিন্তা করলেই আপনার নির্দেশ মেনে নেবে যন্ত্র। এই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর।

নিউরালিংক ২০১৬ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন। তাদের দাবি, ব্রেন চিপ শুধু যন্ত্র নিয়ন্ত্রণেই নয়, পক্ষাঘাতগ্রস্তদের চলাফেরা ও যোগাযোগের ক্ষমতা ফিরিয়ে আনতে, এমনকি দৃষ্টিশক্তি পুনরুদ্ধারেও ভূমিকা রাখতে সক্ষম।  

নিউরালিংক ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে দু’জন ব্যক্তির মস্তিষ্কে ব্রেন চিপ স্থাপন করে সফলতা অর্জন করেছে। প্রযুক্তির এই সাফল্য কানাডার ট্রায়ালেও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিউরালিংকের এই উদ্যোগ পক্ষাঘাতগ্রস্তদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। চিন্তার মাধ্যমে যন্ত্র নিয়ন্ত্রণ করার প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্রে অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button