Science & Tech

ইলন মাস্কের হঠকারী সিদ্ধান্তে বিপাকে টেসলার সুপারচার্জার নেটওয়ার্ক

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির (ইভি) উৎপাদন ও ব্যবহার বাড়ছে। সহজে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার সুযোগ দিতে শুধু যুক্তরাষ্ট্রেই ২৫ হাজারের বেশি চার্জিং স্টেশন স্থাপন করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আরও প্রায় ৫০ হাজারের বেশি সুপারচার্জার স্টেশন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে হঠাৎ গাড়ি চার্জ করার বিশাল এই নেটওয়ার্ক তৈরি ও পরিচালনার সঙ্গে যুক্ত বেশির ভাগ কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ফলে টেসলার সুপারচার্জার নেটওয়ার্ক পরিচালনায় চাপ তৈরি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে টেসলার সাবেক এক কর্মী জানিয়েছেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য আমরা বিশ্বের সেরা নেটওয়ার্ক তৈরি করেছি। বিশাল এ নেটওয়ার্ক তৈরির সঙ্গে যুক্ত বেশির ভাগ কর্মীকেই ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের ঘটনা বৈদ্যুতিক গাড়ি তৈরির অন্যান্য প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে।’

সুপারচার্জার বিভাগে প্রায় ৫০০ কর্মী ছিলেন। কয়েক ভাগে কর্মী ছাঁটাই করেছে টেসলা। গত এপ্রিলে ইলন মাস্ক অবশিষ্ট পুরো দলকে ছাঁটাই করেন। কিন্তু ১০ মে হঠাৎ টেসলার সুপারচার্জার নেটওয়ার্ক সম্প্রসারণ ও এতে ব্যবহৃত প্রযুক্তির উন্নয়নে ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করার ঘোষণা দেন ইলন মাস্ক। কিন্তু দক্ষ কর্মীদের ছাঁটাইয়ের পর এ খাতে বিনিয়োগ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

টেসলা ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথম সুপারচার্জার স্টেশন চালু করে। শুরুর দিকে সুপারচার্জার স্টেশন থেকে ১০০ কিলোওয়াট শক্তি পাওয়া যেত। প্রথম স্টেশন ক্যালিফোর্নিয়ায় চালু হয়, ধীরে ধীরে টেক্সাসসহ পুরো আমেরিকার বিভিন্ন শহরে নেটওয়ার্ক স্থাপন করা হয়। এখন ইউরোপের বিভিন্ন দেশসহ চীনে সুপারচার্জার স্টেশন চালু করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button