Bangladesh
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত নাগরিকেরা।
ঘোষণা অনুযায়ী, আন্দোলনকারীরা শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন।
শুক্রবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা ১১টার পর তারা নগর ভবনের ভেতরে অবস্থান নেন। অন্দোলনকারীর অবস্থান কর্মসূচি থেকে নানা স্লোগান দেওয়া হয়।