ইসরাইলি দুষ্কর্মে সহযোগিতা করছেন বাইডেন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত প্রায় সাত মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই দুষ্কর্মে অন্ধের মতো সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। বৃহস্পতিবার ফাঁস হওয়া বেশকিছু নথিতে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টিতে মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নথি অনুযায়ী বাইডেনকে খোদ তার প্রশাসনের কর্মকর্তারাই দুষ্কৃতকারী বলে আখ্যা দিয়েছেন। দ্য ইন্ডিপেনডেন্টের এক অনুসন্ধানী প্রতিবেদন বিষয়গুলো সামনে এনেছে। এতে বাইডেন প্রশাসনের অসংখ্য ভুল পদক্ষেপ ও রাজনৈতিক সিদ্ধান্ত উন্মোচন করা হয়েছে যার ফলে উত্তর গাজায় বিপর্যয়কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ফাঁস হওয়া নথি, বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য এবং গাজার ভুক্তভোগীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো সেই প্রথম থেকেই দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা ও হুঁশিয়ারি দিয়ে আসছে। তবে গত সপ্তাহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রথমবারের মতো জানায়, ইসরাইলি আগ্রাসনের প্রায় সাত মাস পর উপত্যকাটির উত্তরাঞ্চলে পুরোদমে দুর্ভিক্ষ শুরু হয়েছে। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, ইসরাইলি অবরোধের মধ্যে গাজার অধিবাসীরা দীর্ঘদিন ধরে বাইরের খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।