ইসরাইলে একের পর এক হামাসের রকেট হামলা

গাজা উপত্যকা থেকে ইসরাইলের ভূখণ্ডে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে, যার পর মধ্য ইসরাইলের গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলের ভূখণ্ডে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে, যার পর মধ্য ইসরাইলের গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে।
এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে নিক্ষিপ্ত তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি প্রজেক্টাইল ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা আটক করতে সক্ষম হয়েছে। আর বাকি দুটি খোলা জায়গায় পড়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে’ তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরাইল একজন ইসরাইলি পুলিশের মুখপাত্রের সূত্রে জানিয়েছে, হামাসের রকেট হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি কর্তৃপক্ষ এখন অন্যান্য সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের সন্ধানে এলাকাটি তল্লাশি করছে, যা সম্ভবত ভূপাতিত হয়েছে।