International

ইসলামাবাদে পিটিআই সমর্থকদের বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, পুলিশ নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী-সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

সোমবার (২৫ নভেম্বর) পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য জানিয়েছে।

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইর নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে দলটি।
 
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভকারীদের আটকে দেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ গত দুদিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেয়া হয়েছে।
 
ইসলামাবাদের প্রধান প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কনটেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা-সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
 
দেশটির সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের বাধা দেয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেয়া হয়েছিল।
 
এক এক্স (সাবেক টুইটার) পোস্টে পাঞ্জাব পুলিশ বলেছে, মুজাফফরগড় পুলিশ কনস্টেবল মুহাম্মদ মুবাশির বিলাল হাকলা ইন্টারচেঞ্জে দায়িত্ব পালন করার সময় ‘দুর্বৃত্তদের সহিংসতায়’ মারা গেছেন।
 
এদিকে, পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন, ‘আমরা তাদের রাজধানীতে তাণ্ডব চালাতে দেব না। ইমরান খানের দলের প্রায় ৮০ জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে।’

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামাবাদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশের একজন কর্মকর্তা নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। প্রদেশের আরও কয়েকটি এলাকাতেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
পিটিআই বলেছে, তাদের অনেক কর্মী আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ঠেকাতে সরকার সহিংস কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল। পিটিআইয়ের নেতারা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী শত শত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button