Science & Tech

উইন্ডোজ ১১-এর জন্য নতুন ব্যাটারি আইকন

আকারে ছোট, চার্জের অবস্থা স্পষ্ট বোঝা না যাওয়া ও নকশা নিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের বর্তমান ব্যাটারি আইকন বা প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের অসন্তোষ ছিল। অবশেষে মাইক্রোসফট এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিয়েছে। উইন্ডোজ ১১–এর সর্বশেষ ডেভেলপার চ্যানেলের হালনাগাদ ২৬১২০.২৫১০–এ নতুন ব্যাটারি আইকনের নকশা যুক্ত হয়েছে। বলা হচ্ছে, নকশাটি আরও দৃষ্টিনন্দন ও ব্যবহারবান্ধব।

নতুন ব্যাটারি আইকন আকারে আগের আইকনের চেয়ে বড় হবে। ফলে চার্জিং স্তর আরও স্পষ্টভাবে দেখা যাবে। পাশাপাশি আইকনটি শুধু সাদা-কালো রঙে থাকছে না। চার্জার যুক্ত থাকলে আইকনটি সবুজ রং ধারণ করবে আর এনার্জি সেভার চালু থাকলে এটি হলুদ রঙে দেখা যাবে। বিদ্যমান ব্যাটারি আইকনে চার্জ হওয়ার সময় শুধু একটি বিদ্যুৎচিহ্ন এবং এনার্জি সেভারের সময় একটি পাতার চিহ্ন দেখা যায়। ফলে চার্জিং নিয়ে অনেক সময়ই অস্পষ্টতা থেকে যায়।

নতুন ব্যাটারি আইকন আপাতত শুধু টাস্কবারে প্রদর্শিত হচ্ছে। লক স্ক্রিনে এখনো পুরোনো আইকনটি ব্যবহৃত হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে লক স্ক্রিনেও নতুন নকশা অন্তর্ভুক্ত হতে পারে।

নতুন ব্যাটারি আইকন ব্যবহার করতে উইন্ডোজ ১১–এর ডেভ চ্যানেল থেকে সর্বশেষ বিল্ড ২৬১২০.২৫১০–এ হালনাগাদ করতে হবে। এরপর ভিভটুল নামের একটি সফটওয়্যার ব্যবহার করে নতুন আইকনটি সক্রিয় করতে হবে। এ জন্য গিটহাব থেকে ভিভটুল সফটওয়্যারটি নামিয়ে একটি নির্দিষ্ট ফোল্ডারে আনজিপ করতে হবে। তারপর কমান্ড প্রম্পট অ্যাডমিন মোডে চালু করে এবং সিডি কমান্ড ব্যবহার করে ভিভটুলের ফোল্ডারে প্রবেশ করতে হবে। কমান্ড প্রম্পটে ভিভটুল/এনাবল /আইডি:৪৮৮২২৪৫২,৪৮৪৩৩৭১৯ লেখার পর এন্টার করতে হবে। এরপর কম্পিউটার রিস্টার্ট করতে হবে।

উইন্ডোজ ১১–এর এই হালনাগাদে ব্যাটারি আইকনের নতুন নকশা ছাড়াও এআইভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। কোপাইলট প্লাস পিসিগুলোর জন্য রিকল, ক্লিক টু ডু, পেইন্ট কো-ক্রিয়েটর এবং ইমেজ রিস্টাইলের মতো ফিচার যুক্ত করা হয়েছে। ইন্টেল এবং এএমডির নতুন প্রসেসরযুক্ত নিউরাল প্রসেসিং ইউনিটের (এনপিইউ) ডিভাইসে এসব সুবিধা ব্যবহার করা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button