Science & Tech

একত্রিত হতে যাওয়া দুটি ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

১ হাজার ২৮০ কোটি বছর আগে একত্রিত হতে যাওয়া দুটি ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ছায়াপথ দুটি একত্রিত হলে একটি দানব গ্যালাক্সি তৈরি হবে। নতুন সেই দানব গ্যালাক্সি হবে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে অন্যতম। প্রাথমিক পর্যায়ে মহাবিশ্বে গ্যালাক্সি ও ব্ল্যাকহোলের প্রাথমিক বিবর্তন কেমন হয়েছিল, তা বোঝার জন্য এ ঘটনা বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তাঁরা।

সুবারু টেলিস্কোপ দিয়ে জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের ইয়োশিকি মাতসুওকা এই ছায়াপথ দুটি আবিষ্কার করেন। এরপর আটাকামা লার্জ মিলিমিটার বা সাবমিলিমিটার অ্যারে রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নতুন ছায়াপথগুলোর তথ্য বিশ্লেষণ করেন জ্যোতির্বিজ্ঞানীরা। টেলিস্কোপের তথ্যের মাধ্যমে কোয়াসার সম্পর্কে জানার চেষ্টা করেছেন তাঁরা। কোয়াসার হলো উজ্জ্বল ধরনের মহাজাগতিক বস্তু, যা প্রারম্ভিক মহাবিশ্বে গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাকহোলে পড়া পদার্থ দিয়ে চালিত। তত্ত্ব অনুসারে, যখন দুটি গ্যাসসমৃদ্ধ ছায়াপথ একত্রিত হয়, তখন তৈরি হয় একক বৃহত্তর ছায়াপথ। দুটি গ্যালাক্সির মহাকর্ষীয় মিথস্ক্রিয়ায় গ্যাস সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরে পড়ার সময় কোয়াসারের বিভিন্ন কার্যকলাপ শনাক্ত করা যায়।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, ভারগো নক্ষত্রের দিকে অবস্থিত ছায়াপথ দুটি মহাবিশ্বের শুরুর ৯০ কোটি বছর পর্যন্ত আলাদা ছিল। বর্তমানে ছায়াপথ দুটির উজ্জ্বলতা বেশ ম্লান হয়ে গেছে, যা ইঙ্গিত করে কোয়াসার এখনো তাদের বিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। রেডিও টেলিস্কোপের তথ্য পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে, কোয়াসারের হোস্ট গ্যালাক্সি গ্যাস ও ধূলিকণার একটি সেতু দ্বারা সংযুক্ত। এতে ইঙ্গিত মিলছে যে দুটি ছায়াপথ বাস্তবে একত্রিত হচ্ছে।

টেলিস্কোপে দুটি ছায়াপথে গ্যাস দেখা যাচ্ছে। ভবিষ্যতে এখানে কোয়াসার কার্যকলাপ বড় আকারে দেখা যাবে। এ ছাড়া একীভূত হওয়ার ফলে তারা গঠনের দ্রুত বৃদ্ধি ঘটবে। বিজ্ঞানীরা এ ঘটনাকে স্টারবার্স্ট নামে অভিহিত করেন। স্টারবার্স্ট ক্রিয়াকলাপ ও কোয়াসারের জোরালো উপস্থিতির কারণে দানব গ্যালাক্সির বিকাশ ঘটবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button