International

একদিনে ১,৬০০ বার কেঁপে উঠলো আইসল্যান্ড

আইসল্যান্ড। ফাইল ছবি।

আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকের আশপাশে একদিনে প্রায় এক হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পরপর দেশটিতে আগ্নেয়গিরির লাভা উদ্‌গিরণ শুরু হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

(৫ জুলাই) আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগরাদালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত দুই বছরে দুইবার অগ্নুৎপাত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রায় ১,৬০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী এলাকায়।

এতবার ভূমিকম্প হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও লাভা উদ্‌গিরণ হয়নি। তবে খুব শিগগিরই উদ্‌গিরণ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইসল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল হিসেবে পরিচিত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button