International

এবার জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালাল ইসরাইল, নিহত ৯ ফিলিস্তিনি

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৫ জন।

বুধবার গাজার খান ইউনিসে আশ্রয়কেন্দ্র হিসাবে মনোনীত ইউএনআরডব্লিউএ প্রশিক্ষণকেন্দ্রে ইসরাইল বাহিনী এ হামলা চালায়। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করে। এতে ৯ ফিলিস্তিনি নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেন, ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে ৯ জন নিহত এবং আরও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন রাফাহভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা। 

সাম্প্রতিক ইসরাইল গাজা উপত্যকার দক্ষিণের বৃহত্তম শহর খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি বর্তমানে নির্বিচারে ইসরাইলি হামলার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ কোথাও আশ্রয় না পেয়ে বিপর্যস্ত শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button