Hot

এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান

ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরান।

বৃহস্পতিবার (০২ মে) ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

ইরানের নিষেধাজ্ঞার তালিকায় সাত মার্কিন নাগরিকের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন মার্কিন স্পেশাল অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন এবং সাবেক মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

যুক্তরাজ্যের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেমস হকেনহাল। এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে লকহিড মার্টিন, শেভরনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এলবেইট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞার ফলে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কোনো লেনদেন করতে পারবেন না। ইরানে তাঁদের সব সম্পদে নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ইরানে তাঁরা প্রবেশও করতে পারবেন না।

ইরানের দেওয়া এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কী ধরনের প্রভাব পড়বে বা ইরানের সঙ্গে তাদের চুক্তি বা ইরানে থাকা তাঁদের সম্পদের বিষয়টি স্পষ্ট নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button