USA

এবার ৬ মেক্সিকান আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

\যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি জনবহুল এলাকায় ছয়জন মেক্সিকান নাগরিকসহ একটি মেডিকেল জেট বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উড়োজাহাজ দুর্ঘটনা এটি।

আজ শনিবার বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সময় শুক্রবার রাতে হওয়া এই দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। উড়োজাহাজের আগুন ও ধ্বংসাবশেষ আশেপাশের গাড়ি ও বাড়িঘরে ছিটকে পড়ে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, লিয়ারজেট ৫৫ মডেলের উড়োজাহাজটি একটি মার্কিন-ফরাসি বিজনেস জেট। এটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিসৌরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি মেক্সিকোর জেট রেসকিউ কোম্পানির একটি এয়ার অ্যাম্বুলেন্স। যুক্তরাষ্ট্রেও লাইসেন্সপ্রাপ্ত এই কোম্পানি জানায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসা এক শিশু, তার মা, ও উড়োজাহাজের চার ক্রু নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়েছে।

‘কেউ জীবিত আছে কি না, এই মুহূর্তে তা নিশ্চিত করতে পারছি না আমরা,’ এক বিবৃতিতে বলে কোম্পানিটি।

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের সদস্য মাইক ড্রিসকল এএফপিকে বলেন, দুর্ঘটনায় এলাকায় বসবাসকারী বা পথচারীরাও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button