এমপি হতে চান ২৭৪১ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ভোটের মাঠে লড়তে ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গতকাল বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীরা এর আগেই অনেকটা উৎসবমুখর পরিবেশে সারা দেশের ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
যদিও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে এ নির্বাচন। মনোনয়ন দাখিলের সময় শেষ হওয়ার পর ইসির পক্ষ থেকে বলা হয়েছে, সময় শেষ হয়ে গেছে আর কারও নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরসহ অনেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাপকহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বোচ্চ পাঁচজন সঙ্গে নেওয়ার বিধান থাকলেও তা বেশিরভাগ প্রার্থীকে মানতে দেখা যায়নি। এ ছাড়া কুপিয়ে জখমসহ সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তখনকার ৩৯টি নিবন্ধিত দলই ভোটে অংশ নিয়েছিল। এবার বিএনপিসহ সমমনা দলগুলো প্রার্থী দেয়নি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু), জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
এর মধ্যে দলীয়ভাবে সর্বোচ্চ ২৯৮ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর পরই রয়েছে জাতীয় পার্টি। তাদের প্রার্থীর সংখ্যা ২৯০ জন। এ ছাড়া তৃণমূল বিএনপির ২২৯ জন এবং কিছুদিন আগে নিবন্ধন পাওয়া বিএনএম ৮২টি আসনে প্রার্থী দিয়েছে। সবমিলিয়ে প্রায় ৫০০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
সংঘাত-সংঘর্ষ : বিভিন্ন সময় নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গণমাধ্যমে শিরোনাম হওয়া চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবার সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন। গতকাল বেলা ১১টায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে আসেন আওয়ামী লীগের এ প্রার্থী। মনোনয়ন জমা দিয়ে বেরোনোর সময় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না প্রশ্ন করতেই এক টেলিভিশন সাংবাদিককে মারধর করেন এবং তার ক্যামেরার ট্রাইপড ভাঙচুর করেন মোস্তাফিজুর রহমান ও তার নেতাকর্মীরা।
পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের দুই কর্মী মনির (৫০) ও অসীমকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগের দুটি গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয়। গতকাল হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিলের আগে এ ঘটনা ঘটে।
২৭৪১ জনের মনোনয়নপত্র জমা : ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ছয় বিভাগে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৮ জন এমপি। বরিশাল বিভাগে জাতীয় পার্টির এক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৩০০ আসনের মধ্যে বগুড়া-৭ আসনে সর্বোচ্চ ২৫ প্রার্থী এবং সর্বনিম্ন প্রার্থী দিনাজপুর-২ ও ৪ আসনে চারজন করে।
ঢাকা বিভাগ : ঢাকা মহানগর ও জেলার ২০টি সংসদীয় আসনে ২২৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২০, জাতীয় পার্টির ২১, জাসদের ৩, কিংস পার্টির ৩৩, স্বতন্ত্র ১৮ এবং অন্যান্য দলের ১২৯ জন।
ফরিদপুরের চার আসনে ২৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ, বিএনএম, সুপ্রিম পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র হিসেবে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুজন। ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ, জাকের পার্টি ও স্বতন্ত্র হিসেবে চারজন জমা দিয়েছেন মনোনয়নপত্র। স্বতন্ত্র প্রার্থী দুজন। ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনএম, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছাড়াও আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুরের পাঁচটি আসনে ৪৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থী ২১ জন। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট প্রার্থী আটজন। স্বতন্ত্র একজন। মানিকগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ জন। মুন্সীগঞ্জের তিনটি আসনে জমা পড়েছে ৩২ জনের মনোনয়নপত্র। নরসিংদীর পাঁচটি আসনে ৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কিশোরগঞ্জের ছয় আসনে প্রার্থী ৫৩। রাজবাড়ীর দুটি আসনে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজবাড়ী-১ আসনে নয়জন। রাজবাড়ী-২ আসনে সাতজন। স্বতন্ত্র প্রার্থী দুই আসনে পাঁচজন। শরীয়তপুরের তিনটি আসনে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুজন।
টাঙ্গাইলের আটটি আসনে ৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৯ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ১৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও জাকের পার্টির ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ২০৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষে সব আসনে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া তৃণমূল বিএনপির ১৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৮, অন্যান্য দলের ৬৪, আওয়ামী লীগের পদধারী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫০ এবং দলীয় পরিচয়হীন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১৮ জন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বর্তমান এমপি ময়মনসিংহ-৩ আসনের নাজিমউদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান তুহিন, জামালপুর-৪ আসনের ডা. মুরাদ হাসান প্রার্থী হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ-৪ আসনে বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, ময়মনসিংহ-২ আসনে বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার প্রার্থী হয়েছেন।
খুলনা বিভাগ : খুলনা বিভাগের ১০ জেলার ৩৬ আসনে ৩১৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ৯৪ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের পদধারী আছেন ৫৭ জন। মনোনয়নবঞ্চিত বর্তমান এমপিদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহমেদ রবি, মেহেরপুর-২ আসনে সাইদুজ্জামান খোকন, যশোর-৪ আসনে রণজিত রায় ও ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আজম খান চঞ্চল।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ২৪ সংসদীয় আসনে ২১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ ও বিএনএফ থেকে প্রতি আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র ৩৬, স্বতন্ত্র ২০, কিংস পার্টির ১০ এবং অন্যান্য দল থেকে ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া, রাজশাহী-৩ আসনে মনোনয়নবঞ্চিত এমপি আয়েন উদ্দীন, রাজশাহী-৪ আসনে মনোনয়নবঞ্চিত এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনে মনোনয়নবঞ্চিত এমপি ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রায়হানুল, নাটোর-১ আসনে সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আসনে সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) ছলিম উদ্দিন তরফদার সেলিম এবং নওগাঁ-৪ (মান্দা) আসনে ইমাজ উদ্দিন প্রামাণিক।
রংপুর বিভাগ : রংপুর বিভাগের আট জেলার ৩৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৭ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ৩৩, জাতীয় পার্টির ৩৪, কিংস পার্টি ২১, অন্যান্য দলের ১০৪ এবং স্বতন্ত্র প্রার্থী ৮৫ জন। আওয়ামী লীগের পদধারী আছেন ৩৩ জন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট বিভাগ : সিলেটের ছয়টি আসনে ৪৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৬, আওয়ামী লীগের স্বতন্ত্র ৪, জাতীয় পার্টির ৬, তৃণমূল বিএনপির ৬, ইসলামী ঐক্যজোটের ৪, বাংলাদেশ কংগ্রেসের ৩, কৃষক শ্রমিক জনতা লীগের ১, জাকের পার্টির ৩, এনপিপির ৩, গণফোরামের ১, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ১, মুসলিম লীগের ১, ইসলামী ফ্রন্টের ১ ও স্বতন্ত্র ১৩ জন। এর মধ্যে সিলেট-১ আসনে সাতজনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ছাড়াও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনে বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল রয়েছেন।
Hi there friends, how is all, and what you wish for to say regarding this
post, in my view its in fact remarkable in support of me.
My web site – vpn special coupon code (vpnspecialcouponcode.wordpress.com)
Link exchange is nothing else but it is just placing the other person’s webpage link on your page at suitable place and other person will also do same in favor of you.
My homepage: vpn definition
Howdy! I’m at work browsing your blog from my new iphone 3gs!
Just wanted to say I love reading through your blog and look forward
to all your posts! Keep up the great work!
Here is my website vpn special coupon code 2024
Hey I know this is off topic but I was wondering
if you knew of any widgets I could add to my blog that automatically
tweet my newest twitter updates. I’ve been looking for a
plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something
like this. Please let me know if you run into anything.
I truly enjoy reading your blog and I look forward
to your new updates.
Feel free to visit my web site :: vpn coupon ucecf
whoah this blog is excellent i really like studying your posts.
Keep up the good work! You realize, many persons are hunting around for
this info, you could help them greatly.
My blog post – eharmony special coupon code 2024
I read this paragraph fully concerning the difference of latest and earlier technologies, it’s awesome article.
Also visit my site: nordvpn special coupon code 2024