এরই মধ্যে ক্ষমতার দাপটে ব্যাপক বিশৃঙ্খলা করছেন ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ক্ষমতার দাপটে দেখিয়েছেন যে তিনি ওয়াশিংটনের স্থিতিশীলতা ধ্বংস করতে পারেন এবং বিশ্ব নেতাদের তার সাথে সমঝোতায় আসতে চাপ প্রয়গ করতে পারেন।
তার ফ্লোরিডার ক্লাব থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, জানুয়ারিতে তিনি হোয়াইট হাউসে ফিরলে বিপুল জয় এবং গণতান্ত্রিক ম্যান্ডেটের মাধ্যমে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্ত্রিসভার মনোনীত প্রার্থীদের নিয়োগ অনুমোদনের জন্য এই সপ্তাহের চলমান সংখ্যাগরিষ্ঠ নেতা নির্বাচনে সিনেট রিপাবলিকানদের অংশ নিতে আদেশ দিয়েছেন।
তিনি দেখাতে চাইছেন, রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ জিততে পারলে তিনি একচেটিয়াভাবে অপ্রতিদ্বন্দ্বী কর্তৃত্বের সঙ্গে শাসন করবেন।
ট্রাম্পের সিদ্ধান্তগুলো প্রচলিত ক্ষমতার দালালদের পরিবর্তে বহিরাগত পপুলিজম দ্বারা সঞ্চারিত একটি নতুন প্রশাসনের সূচনা করে। উদাহরণ হিসেবে তিনি মাইক পম্পেও ও নিকি হ্যালির মন্ত্রিসভার পদ প্রত্যাখ্যান করেছেন।