Uncategorized

কনসার্টের ভাইরাল মিমটির মূল ভিডিওটি আসলে কার?

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম বেশ ভাইরাল। যাতে দেখা যায় কোনো এক বিখ্যাত ব্যক্তি স্টেজের পেছন থেকে দর্শকদের সামনে হেঁটে আসছেন। এসে তুমুল পারফর্মও করছেন। 

অনেকেই মিমটি বানাচ্ছেন। তারকারা নিজেদের মুখাবয়ব জুড়ে বানানো এই ভিডিও শেয়ারও করছেন।  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো এই মিমটি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। পারফরমারের স্থলে যেকারো ছবি দিলেই মিমটি জেনারেট করে দিচ্ছে এআই।

স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন এই মিমের মূল ভিডিওটি আসলে কার?

জানা গেছে ভিডিওটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তার স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখনই নেট জগতে ভাইরাল হয়েছিলো। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেয়। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button